যত বাজে করে দেখানো হয়েছে এটা তেমন ছিল না
নিফাত সুলতানা আগাম জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিন ঘিরে পরিকল্পনা কী? অনেক ধন্যবাদ। এবারের জন্মদিনে দেশের বাইরে থাইল্যান্ডে শুটিংয়ের মধ্যে ব্যস্ত থাকব। জন্মদিন নিয়ে কোনো মজার স্মৃতি আছে? ছোটবেলায় যখন টিনেজার ছিলাম, তখন একবার রাত ১২টা বেজে গেল। আমার আব্বু, আম্মু, বোন কেউ উইশ করতে আসেনি।…